Update
#
#

Uschash Science Academy

Mainul Islam [Khokon]

আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে আপনাকে আন্তরিক স্বাগতম। শিক্ষা কেবলমাত্র বইপড়ার মধ্যে সীমাবদ্ধ নয়; শিক্ষা হলো চরিত্র গঠন, শৃঙ্খলা অর্জন ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার পথ। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা, যাতে তারা জ্ঞান, আত্মবিশ্বাস ও মানবিক গুণাবলি দিয়ে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হয়। প্রিয় শিক্ষার্থীরা, মনে রেখো— কঠোর পরিশ্রম, সততা ও একাগ্রতাই সফলতার মূল চাবিকাঠি। শিক্ষকদের সম্মান করো, অভিভাবকদের কথা শ্রদ্ধা করো, সহপাঠীদের প্রতি সদয় হও এবং সর্বদা একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার চেষ্টা করো। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনাদের সন্তানদের নিরাপদ, অনুপ্রেরণামূলক ও মানসম্মত শিক্ষা প্রদানের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে— এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। আসুন, আমরা সবাই মিলে আগামী প্রজন্মের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলি।